Latest: সাইফের চায়ের দোকানে সারা! – West Bengal News 24

Latest: সাইফের চায়ের দোকানে সারা! – West Bengal News 24

সামাজিক যোগাযোগমাধ্যমে সব সময়ই সক্রিয় থাকেন বলিউডের উঠতি তারকা সারা আলি খান। মাঝে মধ্যেই অনুরাগীদের জন্য নানান মজাদার পোস্ট করে থাকেন তিনি।

এবার ‘সাইফ চা ওয়ালা’ দোকানের সামনে বসে হাসিমুখে ছবি তুললেন অভিনেত্রী। সেই ছবি নিজের ইনস্টাগ্রামে শেয়ারও করেছেন।

আরও পড়ুন : যে কারণে চুমুর দৃশ্যে অনীহা ঐশ্বর্যর

শুরুতে দোকানের নাম দেখে নেটিজেনরা ভড়কে যান। সারার বাবা সাইফ আলি হঠাৎ চায়ের দোকান খুললেন কেন? তা হলে কি অভিনয় এবং নবাবিকে ছেড়ে চা বিক্রিতে মন দিয়েছেন তিনি!

না তেমন কিছুই না। এ সবই নামের বিড়ম্বনা! এ সাইফ সেই সাইফ নন। ছবিতে চায়ের দোকানটি জনৈক ব্যক্তির। তবে তিনি কে, তা জানা যায়নি।

সারার বাবার মতোই তারও নাম হয় তো সাইফ। অথবা সাইফ আলি খানের ভক্ত ওই চা-বিক্রেতা প্রিয় অভিনেতার নামেই নিজের দোকানের নাম রেখেছেন।

আর তাই বাবার নামে চায়ের দোকান দেখে ছবি তোলার বাসনা জাগে সারার মনে। ধবধবে সাদা রঙের সালোয়ার পরে ‘সাইফ চা ওয়ালা’র সঙ্গে ছবি তুলে তার ওপর ‘আই লাভ মাই ড্যাড’ও লিখেছেন সারা।

যদিও সারার মতো সাইফ আলি সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন না, তাই বলে মেয়ের এই পাগলামির কথা কি তিনি জানতে পারবেন না!Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here