Latest: এবার করোনায় আক্রান্ত হলেন ‘দঙ্গল’ কন্যা ফাতিমা

Latest: এবার করোনায় আক্রান্ত হলেন ‘দঙ্গল’ কন্যা ফাতিমা

 

দেশে নতুন করে করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আশঙ্কাজনক হারে আক্রান্ত হচ্ছেন বলিউড তারকারা। ইতোমধ্যে এক ডজনেরও বেশি তারকার করোনায় আক্রান্ত হওয়ার খবর মিলেছে। মিডিয়ার খবর বলছে, এবার অভিনেত্রী ফাতিমা সানা শেখও করোনায় আক্রান্ত।

এই অভিনেত্রী ২০১৬ সালে ‘দঙ্গল’ ছবিতে আমির খানের মেয়ের চরিত্রে অভিনয় করে ‘দঙ্গল কন্যা’ হিসেবে ব্যাপক পরিচিতি পেয়েছিলেন। ওই নামে এখনো তিনি বলিউডে সুপরিচিতি। এবার সেই ফাতিমা হলেন করোনায় আক্রান্ত। এই খবর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফাতিমাই জানিয়েছেন।

আরো পড়ুন : বিচারকের মুখোমুখি প্রত্যাখ্যানের গল্প সানিয়ার!

মঙ্গলবার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে অভিনেত্রী লেখেন, ‘আমার কোভিড-১৯ টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে। আমি চিকিৎসকদের পরামর্শ মেনে হোম কোয়ারেন্টাইনে রয়েছি। যারা আমার সুস্থতা কামনা করছেন, তাদের ধন্যবাদ।’

এর আগে গত ২৪ মার্চ করোনায় আক্রান্ত হওয়ার খবর জানান ফাতিমার পর্দার বাবা আমির খান। ‘মিস্টার পারফেকশনিস্ট’ও বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন। এছাড়া মহামারি এই ভাইরাসে আক্রান্ত হয়ে বর্তমানে ঘরবন্দি রয়েছেন বলিউডের আরও বেশ কয়েকজন তারকা।Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here