Latest: সুচিত্রা সেন সম্পর্কে যা বললেন রাইমা

Latest: সুচিত্রা সেন সম্পর্কে যা বললেন রাইমা

বেঁচে থাকলে আজকের দিনে ৯০-এ পা দিতেন চিরসবুজ নায়িকা সুচিত্রা সেন। বিশেষ এই দিনে সুচিত্রা সেনের কোলে উঠে আদর খাওয়ার ছবিই পোস্ট করলেন অভিনেত্রী নাতনী রাইমা সেন।

পুরোনো সেই ছবিতে নানীর কোলে ছোট্ট রাইমাকে দেখা যাচ্ছে। সুচিত্রা সেনের হাসিতে ভরে রয়েছে ছবিটি। আর রাইমাও খিলখিলিয়ে হাসছে।

ছবির ক্যাপশনে লিখলেন, ‘শুভ জন্মদিন আম্মা। তুমি চিরকাল আমাদের মনের কাছাকাছি থাকবে’। ৭ বছর হয়ে গেলো তিনি আর নেই।

আরও পড়ুন : মহানায়িকার জন্মদিন আজ

বাঙালি দর্শক চিরকালই রাইমাকে তার নানীর সঙ্গে তুলনা করে এসেছেন। অবশ্য কয়েক বছর আগে একটি সাক্ষাৎকারে সে বিষয়ে বিরক্তি প্রকাশ করেছিলেন অভিনেত্রী।

তিনি জানিয়েছিলেন, ‘‘তখনও আমি ‘চোখের বালি’ করিনি। যেটা আমার জীবনের একটি মোড় ঘোরানো ছবি। তখন থেকেই আমার উদ্দেশে বলা হত, ‘রাইমা নিজের দিদার মতো হতে পারবেন না কোনোদিন।’ তাই সব সময়ে দিদার নাম উজ্জ্বল করার জন্য বাড়তি চাপ অনুভব করতাম আমি।’’

বাংলাদেশের পাবনার মেয়ে রমা দাশগুপ্ত। বিয়ের পর পাড়ি জমান কলকাতায়। সংসার জীবনেও নানা সংকট মোকাবিলা করে সিনে পর্দায় সুচিত্রা সেন হয়ে ধরা দেন।

১৯৩১ সালের ৬ এপ্রিল পাবনা জেলা সদরে জন্মগ্রহণ করেন তিনি।

২০১৪ সালের ১৭ জানুয়ারি ভারতীয় সময় সকাল ৮টা ২৫ মিনিটে কলকাতার বেল ভিউ হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে ৮২ বছর বয়সে সুচিত্রা সেনের মৃত্যু হয়।Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here