Latest: ভাইরাল হলেন মিঠুনের পুত্রবধূ ও বেয়াইন, দেখুন সেই ভিডিও

Latest: ভাইরাল হলেন মিঠুনের পুত্রবধূ ও বেয়াইন, দেখুন সেই ভিডিও

বলিউড ও টালিউডের ‘ডিস্কো ড্যান্সার’ খ্যাত অভিনেতা মিঠুন চক্রবর্তীর ছেলে মহাক্ষয় চক্রবর্তীর স্ত্রী মাদালশা ও শাশুড়ি শিলা শর্মার নাচ নেটদুনিয়ায় ঘুরপাক খাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় মায়ের সঙ্গে নাচের ভিডিওটি পোস্ট করেছেন মাদালশা নিজেই।

মাদালশার ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা ভিডিওটিতে দেখা যায়, আবেদনময়ী পোশাকে গানের সঙ্গে নাচছেন মাদালশা। তার সঙ্গী হয়েছেন মা শিলা শর্মা। নৃত্যকলার বিষয়ে মাদালশার মা কম যান না। মেয়ের সঙ্গে সমানে সমানে টক্কর দিচ্ছেন তিনি।

আরও পড়ুন : শঙ্খ-মোহরের সাথে বেইমানির অভিযোগ তুলে স্টার জলসার বাকি সিরিয়াল বয়কটের ডাক দিলো ক্ষুদ্ধ বাঙালি দর্শক

ভাইরাল হলেন মিঠুনের পুত্রবধূ ও বেয়াইন, দেখুন সেই ভিডিও - West Bengal News 24

মহাক্ষয় ও মাদালশার বিয়ের ছবি

সেই ভিডিওটির ক্যাপশনে মাদালশা শর্মা লিখেছেন, ‘মায়ের সঙ্গে আমার নাচ। আশা করছি, বর্তমান এই সংকটকালে আমাদের নাচ আপনাদের মুখে হাসি ফুটাবে।’

প্রসঙ্গত, চলচ্চিত্র নির্মাতা সুভাষ শর্মা ও অভিনেত্রী শিলা শর্মার মেয়ে মাদালশা শর্মা। ২০০৯ সালে তেলুগু ভাষার ‘ফিটিং মাস্টার’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন তিনি। ২০১৮ সালের ১০ জুলাই মিঠুন চক্রবর্তীর ছেলে মহাক্ষয় চক্রবর্তীর সঙ্গে সাতপাতে বাঁধা পড়েন অভিনেত্রী মাদালশা।

সূত্র- আনন্দবাজারSource link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here