Latest: Disha Patani News : অভিনেত্রীর অন্তর্বাসের ভিডিও ভাইরাল, দেখুন সেই ভিডিও

Latest: Disha Patani News : অভিনেত্রীর অন্তর্বাসের ভিডিও ভাইরাল, দেখুন সেই ভিডিও

হাল সময়ের বলিউডের আলোচিত নাম দিশা পাটানি। সম্প্রতি সালমান খানের সঙ্গে ‘রাধে’ ছবির শুটিং শেষ করেছেন তিনি। আগামী মে মাসেই মুক্তি পাওয়ার কথা এই ছবিটির।

এদিকে এই মুহূর্তে মহারষ্ট্রে হু হু করে বাড়ছে করোনার দাপট, পিছিয়ে যেতে পারে তাই এ ছবির মুক্তি। তবে এখন দিশা ব্যস্ত মোহিত সুরির পরের ছবি ‘এক ভিলেন রির্টানস’ নিয়ে। এ ছবিতে আরো আছেন জন আব্রাহাম, অর্জুন কাপুর ও তারা সুতারিয়া। যদিও ছবিটি মুক্তির কথা আগামী বছর।

আরও পড়ুন : ভাইরাল হলেন মিঠুনের পুত্রবধূ ও বেয়াইন, দেখুন সেই ভিডিও

এর মধ্যে দিশার নতুন খবর হলো অন্তর্বাসেই ভিডিও শুট করে ভাইরাল হলেন সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি ওয়ার্কআউটের সময় নিজের ফিগার শো করে এই ভিডিও পোস্ট করলেন টাইগার শ্রফের বান্ধবী দিশা।

মিরর ভিডিওটি পোস্ট হতেই তা ভাইরাল। মিক্সড ফিডব্যাকে ভরা কমেন্ট বক্স। নেটিজেনরা খোলা মনে প্রশংসা করার পাশাপাশি ফিগার শো করার জন্য নিন্দুকেরা নেগেটিভ কমেন্টও করতেও ছাড়েননি। তবে যে যাই বলুক না কেন, ফিগার শো করতেও তো সাহস লাগে। পারফেক্ট ফিগার বলেই আত্মবিশ্বাসী এবং সাহসী পোস্ট দিশার।Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here