Latest: ফের পর্দায় ফিরতে চলেছেন ‘আশিক বানায়া আপনে’ নায়িকা

Latest: ফের পর্দায় ফিরতে চলেছেন ‘আশিক বানায়া আপনে’ নায়িকা

দীর্ঘ চুম্বনের কারণে রাতারাতি পরিচিতি পেয়েছিলেন বলিউডের বাঙালি অভিনেত্রী তনুশ্রী দত্ত। আশিক বানায়া আপনে ছবিতে ইমরান হাশমির বিপরীতে টাইটেল গানে রগরগে দৃশ্যে অভিনয় করেন তিনি, যা ওই সময় হইচই ফেলে দিয়েছিল। কিন্তু ক্যারিয়ারে সফলতা আসেনি নায়িকার। প্রায় ১১ বছর বলিউড থেকে দূরে ছিলেন তিনি। খুব শীঘ্রই অভিনয়ে ফিরবেন তনুশ্রী।

আরও পড়ুন : অভিনেত্রীর অন্তর্বাসের ভিডিও ভাইরাল, দেখুন সেই ভিডিও

জানা যায়, যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নেয়া তনুশ্রী বেশ কিছু বছর থেকেই বলিউডে ফেরার পরিকল্পনা করছিলেন। কয়েকজন পরিচালকের সঙ্গে তার আলোচনাও হয়েছে। অবশেষে আভাস মিলেছে তার নতুন সিনেমার। করণ সিং গ্রোভার এবং রণদীপ হুদার বিপরীতে একটি সিনেমায় অভিনয় করবেন তিনি। সিনেমাটির জন্য ইতিমধ্যে প্রস্তুতি নেয়া শুরু হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের আইটি ফার্মে চাকরি করা এই অভিনেত্রী বেশ মুটিয়ে গেছেন। তাই তিনি নিজেকে তৈরি করতে কঠোর পরিশ্রম করছেন। মুটিয়ে যাওয়া ফিটনেসে সেই আগের মতো করে শান ধরাচ্ছেন। আবার হয়তো নিজের নামের পাশে হট এন্ড সেক্সি নায়িকার তকমা যুক্ত করতে পারবেন, এমনই প্রত্যাশা তনুশ্রীর।

 Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here