Latest: টিকা নিয়েও আক্রান্ত বলিউড অভিনেত্রী

Latest: টিকা নিয়েও আক্রান্ত বলিউড অভিনেত্রী

করোনা টিকা নিয়েও আক্রান্ত হয়েছেন অনেকেই। এর আগে বলিউড অভিনেতা পরেশ রাওয়াল এমন খবর জানান। এবারের শিকার অভিনেত্রী-রাজনীতিবিদ নাগমা।

বৃহস্পতিবার নিজের করোনা সংক্রমণের খবর টুইটারে পোস্ট করেন খোদ অভিনেত্রীই। লেখেন, করোনা নমুনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে।

আরও পড়ুন : ফের পর্দায় ফিরতে চলেছেন ‘আশিক বানায়া আপনে’ নায়িকা

নাগমা বলেন, “মাত্র কয়েক দিন আগেই কভিড-১৯ ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছি। তারপরও কভিড পরীক্ষার ফল পজিটিভ এসেছে। তাই নিজেকে নিভৃতবাসে রেখেছি। যারা ইতিমধ্যেই টিকার প্রথম ডোজ নিয়েছেন, তারাও নিজের প্রতি যত্নবান হোন ও প্রয়োজনীয় সতর্কতা মেনে চলুন।”

টিকা নেওয়ার পরও নাগমার করোনা আক্রান্ত হওয়ার খবর শুনে বেশ আশ্চর্য হন অভিনেত্রী ও নির্মাতা সোনি রাজদান।

নাগমার টুইটে কমেন্ট করে আরও একবার করোনা পরীক্ষা করতে অনুরোধ করেন আলিয়া ভাটের মা। সোনি মনে করছেন, এই পরীক্ষার ফল ভুলও হতে পারে। উত্তরে নাগমা জানিয়েছেন, তার কাশি আগের থেকে আরও বেড়ে গেছে। বেড়েছে অন্যান্য উপসর্গও। আপাতত সুস্থ হয়ে ওঠার জন্য কড়া ওষুধ খাচ্ছেন বলেই জানিয়েছেন।

২ এপ্রিল করোনা টিকার প্রথম ডোজ নেন নাগমা। এর ৪-৫ দিনের মধ্যেই করোনা আক্রান্ত হন তিনি। ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ে আক্রান্ত হয়েছেন আমির খান, ভিকি কৌশল, ক্যাটরিনা কাইফ, ভূমি পেডনেকর, আলিয়া ভাট, রণবীর কাপুরের মতো তারকারা।

 Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here