Latest: প্রকাশ্যে এলো নুসরাত ফারিয়ার নতুন রোমান্টিক গান (ভিডিও সংযুক্ত)

Latest: প্রকাশ্যে এলো নুসরাত ফারিয়ার নতুন রোমান্টিক গান (ভিডিও সংযুক্ত)

বহুমুখী প্রতিভার অধিকারী নুসরাত ফারিয়া আগে মিউজিক ভিডিওতে কণ্ঠ দিলেও এই প্রথম কোন সিনেমার জন্য গাইলেন। দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ওটিটি প্ল্যাটফর্ম জিফাইভ গ্লোবালে নুসরাত ফারিয়ার গাওয়া ‘কাটে না কাটে না’ শিরোনামের গানটি প্রকাশিত হয়েছে। গানটিতে ফারিয়ার সঙ্গে কন্ঠ মিলিয়েছেন ইশান মিত্র।

সদ্য মুক্তি পাওয়া ‘যদি কিন্তু তবুও’ সিনেমার মূল চরিত্র আবির (জিয়াউল ফারুক অপূর্ব) এবং প্রীতির (নুসরাত ফারিয়া) কয়েকটি সুন্দর মুহুর্তের সঙ্গে গানটির চিত্রায়ন করা হয়েছে।

আরো পড়ুন : নগ্ন ভিডিও পোস্ট, ক্ষমা চাইলেন মিথিলা

নুসরাত ফারিয়া বলেন, ‘যদি কিন্তু তবুও’র জন্য যে ভালোবাসা আমরা পেয়েছি তাতে আমি অভিভূত। এই গানটি গাইতে পারা ছিল আমার জন্য একটি বড় পাওয়া। আসলেই এটি চমৎকার একটি গান এবং আশা করি দর্শকরা সিনেমাটি যেমন পছন্দ করেছেন তেমনি আমার গাওয়া এই গানটিও পছন্দ করবেন।’

প্রসঙ্গত, জাতীয় চলচ্চিত্র পুরষ্কারপ্রাপ্ত পরিচালক শিহাব শাহীন পরিচালিত এ সিনেমায় অপূর্ব এবং ফারিয়া প্রথমবারের মতো পর্দায় জুটি বেঁধেছেন। এতে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, সাবেরি আলম, নাজিবা বাশার, আমান রেজা এবং ইমতু রাতিশ।Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here