Latest: বক্স অফিসে রেকর্ড পবন কল্যাণের

Latest: বক্স অফিসে রেকর্ড পবন কল্যাণের

জনপ্রিয় অভিনেতা পবন কল্যাণের ‘বাকীল সাব’ সিনেমাটি মুক্তির প্রথম দিনের আয়ের নতুন রেকর্ড গড়েছে।

শুক্রবার (৯ এপ্রিল) মুক্তি পাওয়া সিনেমাটি অন্ধ্র প্রদেশ ও তেলেঙ্গানা বক্স অফিসে প্রথম দিনে রেকর্ড ৪২ কোটি রুপি আয় করেছে। ভারত ছাড়াও অস্ট্রেলিয়া ৮৪.০৭ ও নিউ জিল্যান্ডে ৫.৬১ কোটি রুপি আয় করেছে।

আরও পড়ুন : বাড়ছে করোনার সংক্ৰমণ, বন্ধ হল ‘পাঠান’ এর শ্যুটিং!

‘বাকীল সাব’ সিনেমাটি এই অভিনেতার প্রথম দিনের আয়ের দিক থেকে সর্বোচ্চ। এছাড়া দক্ষিণের অন্য রাজ্যগুলোতে মোটামুটি ব্যবসা করেছে এটি।

বলিউডের ‘পিংক’ সিনেমার রিমেক এটি। হিন্দি ভাষার সিনেমাটিতে অভিনয় করেন— অমিতাভ বচ্চন, তাপসী পান্নু, কৃতি কুলহারি, আন্দ্রিয়া তারিয়াং প্রমুখ। ‘বাকীল সাব’ সিনেমাটিতে অভিতাভের চরিত্রটি রূপায়ন করছেন পবন। সিনেমাটিতে আরো আছেন— নিবেতা থমাস, অঞ্জলি, অনন্যা নাগালা, প্রকাশ রাজ প্রমুখ।Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here