Latest: নারীরাও অন্যদের শরীর নিয়ে কু-মন্তব্য করে: সায়ন্তনী

Latest: নারীরাও অন্যদের শরীর নিয়ে কু-মন্তব্য করে: সায়ন্তনী

পুরুষদের কুনজর নিয়ে প্রকাশ্যে মুখ খুলেছিলেন মুম্বাইয়ের বাঙালি অভিনেত্রী সায়ন্তনী ঘোষ। এবার নারীদের বিরুদ্ধে আওয়াজ তুললেন তিনি। নারীদের ভোগ্যবস্তুর সঙ্গে তুলনা করা, তাদের স্তনের আকার, গঠন নিয়ে অশ্লীল মন্তব্য করার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন সায়ন্তনী।

তিনি বলেন, ‘নারীদের শরীর নিয়ে খারাপ মন্তব্য করার প্রবণতা যে কেবল পুরুষদের মধ্যেই রয়েছে, তা নয়। নারীরাও অন্যদের শরীর নিয়ে কু-মন্তব্য করে। এর ফলে দেখা যায় যাকে নিয়ে বলা হচ্ছে সে হীনমন্যতায় ভুগতে শুরু করে।’

আরও পড়ুন : বিলাসবহুল নতুন ফ্ল্যাটটি কার নামে কিনলেন Sunny Leone?

নিজের অভিজ্ঞতার কথা শেয়ার করে সায়ন্তনী বলেন, ‘মডেলিং শুটে গিয়েছি, এক নারী এসে আমার স্তনের আকার নিয়ে জঘন্য মন্তব্য করে বেরিয়ে গেলেন।’Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here