Latest: বিলাসবহুল নতুন ফ্ল্যাটটি কার নামে কিনলেন Sunny Leone?

Latest: বিলাসবহুল নতুন ফ্ল্যাটটি কার নামে কিনলেন Sunny Leone?

মুম্বাইয়ে এক বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনেছেন বলিউডের আলোচিত অভিনেত্রী সানি লিওন। যার মূল্য ১৮ কোটি ১০ লাখ টাকা। নতুন এই সম্পত্তি নিজের আসল নাম, অর্থাৎ করণজিৎ কউর নামে কিনেছেন তিনি।

মুম্বাইয়ের আন্ধেরি এলাকার আটলান্টিস নামের বিল্ডিংয়ের ১২ তলায় ৩ হাজার ৯৬৭ বর্গমিটার আয়তনের এই ফ্ল্যাটে রয়েছে পাঁচটি শোবার ঘর, একটি হলরুম, বিশাল রান্নাঘর। এছাড়াও গাড়ি পার্কিংয়ের জন্য তিনটি স্থান পেয়েছেন সানি লিওন।

আরও পড়ুন : আবারও সমালোচনার মুখে পড়লেন ঊর্বশী

বিলাসবহুল নতুন ফ্ল্যাটটি কার নামে কিনলেন Sunny Leone? - West Bengal News 24

স্বামী ড্যানিয়েলের সঙ্গে সানি লিওন

বিবাহিত জীবনের এক দশক পূর্ণ উপলক্ষ্যে সানি লিওনকে একটি হীরার হার উপহার দিয়েছেন স্বামী ড্যানিয়েল ওয়েবর। গেলো ৯ এপ্রিল সেই উপহারের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে সানি লিওন লিখেছেন, ‘বিবাহবার্ষিকীর হীরার জন্য ধন্যবাদ প্রিয়। ১০ বছরের বিবাহিত জীবন আর ১৩ বছরের পথচলা। কে ভেবেছিল, এক সুন্দর দিনে আমাদের একসঙ্গে জীবন কাটানোর সিদ্ধান্ত আজ আমাদের এখানে এত দূর নিয়ে আসবে! কী চমৎকার একটা জীবনই না আমরা ভাগাভাগি করে নিচ্ছি…ভালোবাসা!’Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here