Latest: এক চলচ্চিত্রে বিজয়-অ্যাটলি-থমান? – West Bengal News 24

Latest: এক চলচ্চিত্রে বিজয়-অ্যাটলি-থমান? – West Bengal News 24

দক্ষিণ ভারতের সফল চলচ্চিত্র নির্মাতা অ্যাটলি। তামিল অভিনেতা থালাপাতি বিজয়কে নিয়ে তিনি নির্মাণ করেন ‘থেরি’ সিনেমা। ২০১৬ সালের ১৪ এপ্রিল মুক্তি পায় এটি। তাদের এটি প্রথম কাজ। সম্প্রতি এ সিনেমা মুক্তির পাঁচ বছর পূর্ণ করেছে।

আরও পড়ুন : পার্টিতে অভিনেত্রীর খোলামেলা নাচ ভাইরাল, ভিডিও সংযুক্ত

অন্যদের মতো এ সিনেমার দারুণ ভক্ত দক্ষিণের সংগীত পরিচালক থমান। সোশ্যাল মিডিয়ায় পরিচালক অ্যাটলির একটি পোস্ট শেয়ার করে থমান লিখেছেন—‘আমার প্রিয় বিজয় ভাই। অপেক্ষা।’ এরপর থেকে গুঞ্জন উড়ছে, একসঙ্গে চলচ্চিত্রে কাজ করতে যাচ্ছেন বিজয়-অ্যাটলি-থমান। যদিও এ বিষয়ে এখনো মুখ খুলেননি তাদের কেউ।

এর আগে বিজয়ের ‘থালাপাতি ৬৫’ সিনেমার সংগীত পরিচালনার কথা ছিল থমানের। কিন্তু পরিচালক এ আর মুরুগাদোস সিনেমাটির কাজ ছেড়ে দেন। স্বাভাবিক কারণে কাজটি হাতছাড়া হয়ে যায় থমানের। কয়েকটি সুযোগ হাতছাড়া হওয়ার পর থমান প্রিয় অভিনেতা বিজয়ের সঙ্গে কাজ করার জন্য প্রথমবারের মতো আগ্রহ প্রকাশ করলেন।

এর আগে বিজয়কে অ্যাটলি নির্মাণ করেন ‘মেরসাল’, ‘বিগিলি’ নামে আরো দুটি সিনেমা। মুক্তির পর এ দুটি সিনেমাও বক্স অফিসে কাঁপিয়েছে। স্বাভাবিক কারণে তাদের নিয়ে দর্শক আগ্রহ কম নয়।Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here