Latest: রুমে আটকে রাখার পরেও কথা বলেননি শ্রীদেবী-জয়াপ্রদা

Latest: রুমে আটকে রাখার পরেও কথা বলেননি শ্রীদেবী-জয়াপ্রদা

অভিনেত্রী ও রাজনীতিবিদ জয়াপ্রদা। অসংখ্য জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন। শ্রীদেবীর সঙ্গে এই অভিনেত্রীর অঘোষিত লড়াই ছিল। দুজনের মধ্যে চলতো প্রতিযোগিতা। এমনকি পরস্পরের সঙ্গে ভালো মতো কোনোদিন কথাও বলেননি তারা।

সম্প্রতি গানের রিয়েলিটি শো ‘ইন্ডিয়ান আইডল’-এ হাজির হয়েছিলেন জয়াপ্রদা। এ সময় শ্রীদেবীকে নিয়ে স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘এমন নয় যে আমাদের ব্যক্তিগত কোনো ঝামেলা ছিল, কিন্তু আমাদের রসায়ন মিলতো না। কখনো পরস্পরের চোখের দিকে তাকিয়ে কথা বলিনি আমরা। কারণ সবসময়ই আমাদের মধ্যে প্রতিযোগিতা কাজ করতো- সেটি নাচ হোক অথবা পোশাক। প্রতিবার শুটিং সেটে যখন আমাদের পরিচয় করানো হতো আমরা পরস্পরকে নমস্কার জানিয়ে চলে যেতাম।’

‘মাকসাদ’ সিনেমার উল্লেখ করে জয়া জানান, এই সিনেমার শুটিং চলাকালে তাকে ও শ্রীদেবীকে মেকআপ রুমে আটকে রেখেছিলেন জিতেন্দ্র ও রাজেশ খান্না। এক ঘণ্টা তাদের আটকে রাখা হয়েছিল। তারপরও একে অপরের সঙ্গে কথা বলেননি তারা।

এই অভিনেত্রী বলেন, ‘আমার এখনো মনে আছে, সেদিন এক রুমে থেকেও আমরা পরস্পরের সঙ্গে একটি শব্দও বিনিময় করিনি। এরপর সবাই হাল ছেড়ে দিয়েছিল।’ না ফেরার দেশে চলে গেছেন শ্রীদেবী। এই অভিনেত্রীর সঙ্গে কথা না বলা নিয়ে এখন অনুশোচনায় ভোগেন জয়াপ্রদা। তিনি বলেন, ‘এখন যখন তিনি নেই, তাকে অনেক মনে পড়ে। নিজেকে একা মনে হয়। কারণ বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম প্রতিদ্বন্দ্বী ছিলেন তিনি। তিনি যেখানেই থাকুন, যদি আমার কথা শুনতে পান, এই প্ল্যাটফর্মে এসে বলতে চাই— আমার মনে হয়, যদি আমরা পরস্পরের সঙ্গে কথা বলতে পারতাম।’

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here