Latest: ঘরোয়া পদ্ধতিতে ব্ল্যাকহেডস দূর – West Bengal News 24

Latest: ঘরোয়া পদ্ধতিতে ব্ল্যাকহেডস দূর – West Bengal News 24

শীত কিংবা গরম সবসময়ই নাকের ডগায় জেগে ওঠে কালো ছোট ছোট স্পট। যা চেহারার ওপর মোটেও ভাল প্রভাব ফেলে না। এতে দেখতে খারাপ লাগে আর সেই সাথে এটিকে পুরোপুরি সরানোটাও অনেক কঠিন। কারো কারো ক্ষেত্রে প্রায় অসম্ভব। কিন্তু এখন তা দূর করা সহজ। যা ঘরে বসেই করা যায়।

ঘরে এমন কিছু পণ্য আছে যেটা দিয়ে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। আর সেটা হচ্ছে টুথপেস্ট।

আরও পড়ুন: এই গোপন পদ্ধতিতে বগলের কালো দাগ বা ছোপ একদম দূর করুন সাত দিনেই, পাবেন একদম উজ্জ্বলতা!

টুথপেস্ট আমাদের সবারই ঘরে থাকে, যা সাধারণত দাঁতের যত্নে ব্যবহার হয়। তবে মজার বিষয় হলো, এর ব্যাবহার শুধুই দাঁতের মাঝে সীমাবদ্ধ নয়। আমরা এই টুথপেস্ট ব্যাবহার করেই মুক্তি পেতে পারবো নাকের উপরে থাকা অবাঞ্ছিত দাগ থেকে।

আঙ্গুলের মাথায় একটু টুথপেস্ট এর সাথে এক চিমটি লবণ মিলিয়ে নিন। এরপর মিশ্রণটি নাকের ওপর ভাল করে মেখে আলতোভাবে কিছুক্ষণ ঘষলেই ধীরে ধীরে উঠে যাবে ব্ল্যাকহেডস। তবে একদিন পর পর করে টানা সাত দিন এই পদ্ধতি অনুসরণ করলেই ভাল ফল পাওয়া সম্ভব।

 

 Read on the original site 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here