Latest: T20 World Cup: T20 World Cup: করোনার চ্যালেঞ্জ নিয়ে আয়োজনের আশ্বাস সৌরভদের – bcci all set to deliver a safe t20 world cup in 2021 in india

Latest: T20 World Cup: T20 World Cup: করোনার চ্যালেঞ্জ নিয়ে আয়োজনের আশ্বাস সৌরভদের – bcci all set to deliver a safe t20 world cup in 2021 in india

দুবাই: আইপিএল শেষ হতে না হতেই আগামী বছরের বিশ্বকাপ টি-টোয়েন্টির দামামা বেজে গেল। সেই বিশ্বকাপের আয়োজক যে ভারতই তা আগে থেকে জানা ছিল। এ বার আনুষ্ঠানিক ভাবে আয়োজক দেশ হিসেবে ভারতের নাম ঘোষণা করল আইসিসি। একই সঙ্গে দুবাইয়ে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা জানিয়ে দিল যে, পুরোনো সূচি অনুযায়ী অক্টোবর-নভেম্বরে হবে টুর্নামেন্ট। দুবাইয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফির সঙ্গে ফটোসেশনে ছিলেন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিব জয় শাহ এবং আইসিসির চিফ এক্সিকিউটিভ মনু শাহনিরা।

প্রশ্ন হল, করোনা অতিমারীর আবহে ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন কতটা নিরাপদ? ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তারা কিন্তু যথেষ্ট আত্মবিশ্বাসী। করোনা সঙ্কট কাটিয়ে ভারতের মাটিতে এখনও ক্রিকেট শুরু হয়নি। তবু আগামী বছর বিশ্বকাপ আয়োজন নিয়ে কোনও সংশয় নেই সৌরভ, জয়দের।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের ছেলে জয় শাহ বলেছেন, ‘মানুষের স্বাস্থ্য এবং নিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। বিসিসিআই এই বিষয়ে কোনও রকম ত্রুটি রাখতে চায় না।’ সেই সঙ্গে বিশ্বকাপ আয়োজনের ব্যাপারে আশ্বাস দেওয়ার ঢঙে জয়ের সংযোজন, ‘আমরা ক্রিকেট দেখার জন্য উপযুক্ত ব্যবস্থা করব। একই সঙ্গে ভারতে সবাই যাতে উষ্ণ অভ্যর্থনা পাবেন এবং সেখানে নিজের ঘরের মতো অনুভব করেন, এই নিশ্চয়তা আমি আইসিসি এবং সমস্ত বোর্ড সদস্যদের দিতে পারি।’

বিশ্বকাপ আয়োজন নিয়ে আপ্লুত সৌরভও। তিনি বলেছেন, ‘ক্রিকেটার হিসেবে আইসিসি ইভেন্ট উপভোগ করার অভিজ্ঞতা আমার রয়েছে। আমি জানি, সারা বিশ্বের মানুষ এই ধরনের ইভেন্টে একটা ম্যাচও মিস করতে চান না।’ ২০১৬ সালে শেষ বার ভারতে আইসিসি ইভেন্ট হয়েছিল। সেটাও ছিল টি-টোয়েন্ট বিশ্বকাপ। সে বার সিএবির কর্তা ছিলেন সৌরভ। এ বার বোর্ড সুপ্রিমো হিসেবে পুরো টুর্নামেন্ট আয়োজনের চ্যালেঞ্জ তাঁর।

Source link

Follow and like us:
0
20

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here