Latest: will pucovski: AUSvIND: ভারতের বিরুদ্ধে দলে চেক-বংশোদ্ভূত পুকোভস্কি – will pucovski named in australia’s test squad against india

Latest: will pucovski: AUSvIND: ভারতের বিরুদ্ধে দলে চেক-বংশোদ্ভূত পুকোভস্কি – will pucovski named in australia’s test squad against india

সিডনি: ভারতের বিরুদ্ধে বদলার সিরিজে টিম পেইনকে ক্যাপ্টেন রেখেই ১৭ জনের টেস্ট স্কোয়াড ঘোষণা করল অস্ট্রেলিয়া। শেষ বার অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জিতেছিল ভারত। সেটাই ক্যাঙারুর দেশে প্রথম টেস্ট সিরিজ জয় টিম ইন্ডিয়ার। তখন ক্যাপ্টেন ছিলেন পেইন। স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নাররা নির্বাসন কাটিয়ে ফিরে আসার পর এ বারও কিন্তু পেইনকে সামনে রেখেই টেস্টে বিরাট বাহিনীকে হারানোর ছক কষছে অস্ট্রেলিয়া।

যদিও অজি স্কোয়াডে বেশ কিছু আনক্যাপড ক্রিকেটারকে দিয়ে চমকে দিতে চাইছে অস্ট্রেলিয়া। এঁরা হলেন, উইল পুকোভস্কি, ক্যামেরন গ্রিন। আবার টেস্টের কোনও অভিজ্ঞতা না থাকলেও টিমে নেওয়া হয়েছে লেগ স্পিনার মিচেল সোয়েপসন এবং পেসার-অলরাউন্ডার মিচেল নাসের ও শন অ্যাবটকে। এ দিন অস্ট্রেলিয়া ‘এ’ টিমের স্কোয়াডও ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

১৭ ডিসেম্বর অ্যাডিলেডে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ। সেই সিরিজের বড় চমক হতে পারেন পুকোভস্কি। চেক-বংশোদ্ভূত এই ব্যাটসম্যান সম্প্রতি অজি ক্রিকেটে সাড়া ফেলে দিয়েছেন। শেফিল্ড শিল্ডে টানা দুটো ডাবল সেঞ্চুরি করা ওপেনার পুকোভস্কিতে ভারতের বিরুদ্ধে টেস্ট টিমে নেওয়ার দাবিতে সরব হয়েছিলেন প্রাক্তন অজিরা। অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে নিয়েও এখন সে দেশের ক্রিকেট মহলে জোর আলোচনা। মূলত পেসার অলরাউন্ডার হলেও সম্প্রতি ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে ১৯৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি।

অবশ্য অজি মিডিয়া এই টিম নিয়ে প্রশ্নও তুলেছেন। ক্রিকেট অস্ট্রলিয়ার সরকারি ওয়েবসাইটে স্কোয়াড নিয়ে এক প্রতিবেদনে লেখা হয়েছে, ‘উত্তরের থেকে অনেক বেশি প্রশ্ন রয়েছে।’ ফর্মে না থাকা জো বার্নসকে টিমে ফেরানো নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।

এ দিকে বিরাট কোহলি সিরিজের শেষ তিনটে টেস্ট না খেলার সিদ্ধান্ত নেওয়ায় অজি সম্প্রচারক ‘চ্যানেল সেভেন’ দর্শক হারাতে পারে বলে মনে করছেন অনেকে। ফলে তাঁরা আর্থিক ক্ষতি মুখে পড়বে। চ্যানেল সেভেন শুধু টেস্ট সিরিজই দেখাচ্ছে। সেখানে ফক্স স্পোর্টসের পোয়াবারো। কারণ ইন্দো-অজি সাদা বলের সিরিজ দেখাবে ফক্স স্পোর্টস।

১৭ জনের টেস্ট স্কোয়াড: ডেভিড ওয়ার্নার, জো বার্নস, উইল পুকোভস্কি, মার্নাস লাবুসেন, স্টিভ স্মিথ, ট্র্যাভিস হেড, ম্যাথু ওয়েড, টিম পেইন (অধিনায়ক), ক্যামেরন গ্রিন, শন অ্যাবট, মাইকেল নাসের, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জোশ হ্যাজেলউড, জেমস প্যাটিনসন, নাথন লিয়ঁ, মিচেল সোয়েপসন।

Source link

Follow and like us:
0
20

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here