Latest: এবার সিরিজ থেকেই ছিটকে গেলেন জাদেজা

Latest: এবার সিরিজ থেকেই ছিটকে গেলেন জাদেজা

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে মাথায় চোট পাওয়ায় ফিল্ডিং করতে নামেননি জাদেজা। তার বিপরীতে কনকাশন সাব হিসেবে মাঠে নামেন যুজবেন্দ্র চাহাল। এবার পুরো সিরিজ থেকেই ছিটকে গেলেন এই বাঁহাতি অলরাউন্ডার।

শুক্রবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

বিসিবি বিবৃতিতে জানায়, ‘ম্যাচ চলাকালীন সাজঘরেই জাদেজার মেডিকেল পরীক্ষা হয়েছে। বিসিসিআইয়ের চিকিৎসকরা এই পরীক্ষা করেন। তাতে দেখা যায় কনকাশন রয়েছে। জাদেজাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। দরকার হলে আবার স্ক্যান করা হবে। বাকি সিরিজে জাদেজা আর খেলতে পারবে না।’

আরও পড়ুন: বিরাটদের টানা ৮ ম্যাচে জয়

এদিকে সতীর্থ সঞ্জু স্যামসন জানিয়েছিলেন ম্যাচ শেষ হওয়ার পরও জাদেজা আচ্ছন্ন ছিলেন। তিনি বলেন, ‘ও ড্রেসিং রুমে ফেরার পর আমাদের ফিজিও নীতিন প্যাটেল ওকে জিজ্ঞেস করে, ওর কোনও সমস্যা হচ্ছে কিনা। ও জানায় একটু আচ্ছন্ন লাগছে। এরপর ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।’

জাদেজা দুর্দান্ত খেলছেন এই সফরে। শেষ ওয়ানডেতে তার ৫০ বলে ৬৬ রানের ইনিংসটি বেশ কার্যকর ছিল। এ ছাড়া প্রথম টি-টোয়েন্টিতে ২৩ বলে ৪৪ রানের ঝড়ো ইনিংস খেলেন। দুটিতেই জেতে ভারত। তার ছিটকে যাওয়া ভোগাবে ভারতকে। স্টার্কের বল তার হেলমেটে লাগলে তিনি কনাকশনে যান।

 Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here