Latest: আইসোলেশনে রিয়াল মাদ্রিদের কোচ জিনেদিন জিদান

Latest: আইসোলেশনে রিয়াল মাদ্রিদের কোচ জিনেদিন জিদান

আইসোলেশনে রিয়াল মাদ্রিদের কোচ জিনেদিন জিদান। কোভিড পজিটিভ হওয়া একজনের সংস্পর্শে এসেছেন এমন সন্দেহে আপাতত আইসোলেশনে আছেন এই ফ্রেঞ্চ কিংবদন্তি। স্প্যানিশ পত্রিকা এবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। যদিও রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি।

গতকাল বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সকালে কোভিড পজিটিভ আসে একজনের। যদিও তার পরিচয় এখনো জানা যায়নি। ধারণা করা হচ্ছে, কিছুদিন আগে সেই ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন জিদান। তাই সতর্কতা হিসেবে নিজে থেকেই আইসোলেশনে চলে যান রিয়াল কোচ।

আরও পড়ুন: পুরুষ টেস্ট ক্রিকেট প্রথম নারী আম্পায়ার

শনিবার ওসাসুনার বিপক্ষে ম্যাচ সামনে রেখে লস ব্ল্যাঙ্কোদের অনুশীলনেও ছিলেন না জিজু। এরই মধ্যে কোভিড টেস্ট করিয়েছেন রিয়াল কোচ। লা লিগার কোভিড প্রোটোকল অনুযায়ী তিন দিন আইসোলেশনে থাকার পর কোভিড নেগেটিভ সনদ নিয়ে দলের অনুশীলন বা ম্যাচে থাকতে পারবেন জিদান।

লা লিগায় ১৭ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আসরের বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল।

 

Source link

Follow and like us:
0
20

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here