Latest: রূপালী পর্দায় ইরফান পাঠান, মুক্তি পেল টিজার

Latest: রূপালী পর্দায় ইরফান পাঠান, মুক্তি পেল টিজার

রূপালী পর্দায় অভিষেক হতে যাচ্ছ সাবেক ক্রিকেটার ইরফান পাঠানের। তামিল ফিল্ম ‘কোবরা’তে দেখা যাবে তাকে।

অজয় গাঁনামুথুর পরিচালনায় ছবিটির মূল চরিত্রে দেখা যাবে কয়েকটি ব্লকবাস্টার হিট ছবি উপহার দেওয়া চিয়ান বিক্রমকে। শুক্রবার (০৮ জানুয়ারি) মুক্তি পেয়েছে ইরফান অভিনীত কোবরা মুভির টিজার।

এই ছবি দিয়ে অভিনয়ে অভিষেক হলো ৩৬ বছর বয়সী টিম ইন্ডিয়ার সাবেক অলরাউন্ডারের। যেখানে ইরফানকে দেখা যাবে এক ইন্টারপোল অফিসার আসলান ইলমাজের চরিত্রে।

আরও পড়ুন : বিয়ে ভাঙন নিয়ে যা বললেন নুসরাত

দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির সুপারস্টার বিক্রমকে মুক্তি পেতে যাওয়া ছবিটিতে দেখা যাবে ২০ রকমের চেহারায়। আসলান খুঁজে বেড়াবেন মুখোশের আড়ালে থাকা ‘কোবরা’ বিক্রমকে। এই কোবরা একজন প্রতিভাবান গণিতবিদ।

চলতি বছরের গ্রীষ্মেই ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছিলেন নির্মাতা। তবে করোনা মহামারির কারণে তা পিছিয়ে গেছে। গত মার্চে ছবিটির শুটিং হয় রাশিয়ায়। তবে করোনার কারণে শুটিং বন্ধ রাখতে বাধ্য হওয়ায় ঘরে ফিরতে হয় ছবি সংশ্লিষ্ট সকল কলাকৌশলীর।

কোবরা’তে বিক্রম ও ইরফান ছাড়াও অভিনয় করেছেন কেস রবিকুমার, শ্রীনিধি শেঠি, মৃণালিনি, কণিকা, পদ্মপ্রিয় এবং বাবু অ্যান্থনি। ছবিটিতে বিক্রম-ইরফান ছাড়াও নারী চরিত্রের মূল ভূমিকায় দেখা যাবে শ্রীনিধি শেঠিকে।

Source link

Follow and like us:
0
20

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here