Latest: অস্ট্রেলিয়া অধিনায়কের শাস্তি
অস্ট্রেলিয়া অধিনায়ক টিম পেইনকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। সিডনি টেস্টে ভারতের বিপক্ষে তৃতীয় দিনের খেলায় আইসিসির আচরণবিধির লেভেন ওয়ান লংঘন করার শাস্তি পেলেন তিনি।
‘আন্তর্জাতিক ম্যাচ চলাকালে আম্পায়ারের সঙ্গ দ্বিমত পোষণ’ সম্পর্কিত খেলোয়াড় ও খেলোয়াড় সহায়তা কর্মীদের জন্য তৈরি আইসিসির আচরণবিধির ২.৮ নম্বর অনুচ্ছেদ লংঘন করেছেন পেইন। এই বিধি ভাঙলে সর্বোচ্চ ৫০ শতাংশ ম্যাচ ফি জরিমানার সঙ্গে একটি বা দুটি ডিমেরিট পয়েন্ট যুক্তের বিধান রয়েছে।
আরও পড়ুন: ‘রূপালী পর্দায় ইরফান পাঠান, মুক্তি পেল টিজার
পেইনের ডিসিপ্লিনারি রেকর্ডে ১৫ শতাংশ ম্যাচ ফি জরিমানার সঙ্গে একটি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে। ২৪ মাসে এই ধরনের অপরাধ একটাই করেছেন অজি অধিনায়ক।
ঘটনা ঘটে শনিবার ভারতের প্রথম ইনিংসের ৫৬তম ওভারে। চেতেশ্বর পুজারার বিরুদ্ধে ব্যর্থ ডিআরএস রিভিউর পর আম্পায়ারের সিদ্ধান্তের সমালোচনা করতে দেখা যায় পেইনকে।
অপরাধ স্বীকার করে আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি ডেভিড বুনের প্রস্তাবিত শাস্তি মেনে নিয়েছেন পেইন। তাই আনুষ্ঠানিক কোনও শুনানির প্রয়োজন নেই।
The post অস্ট্রেলিয়া অধিনায়কের শাস্তি first appeared on West Bengal News 24.