Latest: ইংল্যান্ডকে হারিয়ে ধোনির রেকর্ড ভাঙলেন কোহলি

Latest: ইংল্যান্ডকে হারিয়ে ধোনির রেকর্ড ভাঙলেন কোহলি

ইংল্যান্ড সিরিজে টিম ইন্ডিয়ার বিরাট প্রত্যাবর্তন৷ প্রথম টেস্ট হারের পর টানা দু’টি টেস্ট জিতে সিরিজে ২-১ এগিয়ে গেলে ভারত৷ বৃহস্পতিবার পিঙ্ক বল টেস্টে ইংল্যান্ডকে হারিয়ে মহেন্দ্র সিং ধোনির রেকর্ড ভাঙলেন ক্যাপ্টেন বিরাট কোহলি৷ ঘরের মাঠে টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন হিসেবে সবচেয়ে বেশি টেস্ট জয়ের রেকর্ড এখন বিরাটের ঝুলিতে৷

এদিনের জয়ের ফলে ঘরের মাঠে ২২টি টেস্ট জিতলেন কোহলি৷ চিপকে দ্বিতীয় টেস্ট জিতে আগেই ঘরের মাঠে ধোনির সর্বাধিক ২১টি টেস্ট জয়ের রেকর্ড ছুঁয়েছিলেন বিরাট৷ বৃহস্পতিবার ধোনিকে টপকে গেলেন কোহলি৷ তাঁর ২২টি জয় এসেছে ২৯টি টেস্ট খেলে৷ সেখানে ধোনি ২১টি টেস্টে জয় পেয়েছিলেন ৩০ ম্যাচ খেলে৷ মোতেরায় প্রাক ম্যাচ সংবাদিক বৈঠকে ধোনিকে পিছনে ফেলে নতুন রেকর্ডের হাতছানি প্রসঙ্গে কোহলি বলেছিলেন, ‘অন্য প্লেয়ার বা আমার কাছে ক্যাপ্টেন হিসেবে রেকর্ড কিছু হয় না৷ আমার কাছে এটা একটি দায়িত্ব, যা পালন করার চেষ্টা করি৷ যতদিন খেলে যাব, আমার কাছে এটা একই রকম থেকে যাবে৷ বাইরে থেকে এটা দারুণ মনে হলেও ব্যক্তিগতভাবে আমার কাছে এটার কোনও মানে নেই৷’

আরও পড়ুন : যে পাঁচ লক্ষণ দেখেই বুঝবেন সঙ্গী পরকীয়ায় আসক্ত

আগেই ভারত অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি টেস্ট জয়ের নজির গড়েছেন বিরাট৷ এদিন জেতার পর ৫৯টি টেস্টের মধ্যে ৩৫টিতে জয় পেয়েছেন কোহলি৷ ধোনির নেতৃত্বে ৬০টি টেস্টে ২৭টি জিতেছিল ভারত৷ তারপর রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায় (২১) এবং মহম্মদ আজহারউদ্দিন (১৪)৷

নবনির্মিত মোতেরা স্টেডিয়ামের ঘূর্ণি পিচে দু’দিনের কম সময়ে পিঙ্ক বল টেস্ট জিতে নেয় ভারত৷ জয়ের জন্য মাত্র ৪৯ রান তাড়া করতে নেমে মাত্র ৭.৪ ওভারে কোনও উইকেট না-হারিয়ে টেস্ট জিতে নেয় টিম কোহলি৷ দুই ওপেনার রোহিত শর্মা ২৫ এবং শুভমন গিল ১৫ রান অপরাজিত থেকে মাঠ ছাড়েন৷ এই জয়ের ফলে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল যাওয়ার পথে আরও এগিয়ে গেল ভারত৷ এখানেই ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের শেষ টেস্ট ড্র করলেই ফাইনালে যাওয়ার টিকিট পেয়ে যাবে বিরাটবাহিনী৷

বিরাটের নেতৃত্বে সিরিজের প্রথম টেস্টে ইংল্যান্ডের কাছে ২২৭ রানে হেরেছিল ভারত৷ কিন্তু দ্বিতীয় টেস্ট জিতে সিরিজে সমতা ফেরায় কোহলি অ্যান্ড কোং৷ ৩১৭ রানে দ্বিতীয় টেস্ট জেতে ভারত৷ তারপর এদিন তৃতীয় টেস্টে ১০ উইকেটে জিতে চার টেস্টের সিরিজে ২-১ এগিয়ে গেল টিম কোহলি৷Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here