Latest: এ বছরের আইপিএলে ধোনির অপেক্ষায় যেসব রেকর্ড

Latest: এ বছরের আইপিএলে ধোনির অপেক্ষায় যেসব রেকর্ড

বিশ্বকাপ জয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে অনেকেই অনেক মন্তব্য করেছিলেন গতবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)। অনেকের ভাবনা ছিল সংযুক্ত আরব আমিরাতের মাটিতেই শেষ বারের মতো আইপিএল খেলছেন তিনি।

তবে সেসবকে বুড়ো আঙুল দেখিয়ে আইপিএল-১৪ আসরের জন্য প্রস্তুত করেছেন নিজেকে। গতবার ব্যর্থ হলেও এবার নিজেকে মেলে ধরতে তৈরি ধোনি। দলকেও এনে দিতে চান সাফল্য। তবে এবারের আইপিএলে বেশ কিছু মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন তিনি।

২০০৬ সালে টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হওয়া ধোনির সামনে সুযোগ ৭ হাজার রানের মাইলফলক ছোঁয়ার। টি-টোয়েন্টিতে ৩৩১ ম্যাচ খেলা ধোনি ২৯৫ ইনিংসে করেছেন ৬ হাজার ৮২১ রান। এবারের আসরে আর গত বছরের আইপিএল-এ ১৪ ম্যাচে ২০০ রান করেছিলেন ধোনি। এ বার ১৭৯ রান করলেই ছুঁয়ে ফেলবেন সাত হাজার রান।

আরও পড়ুন : এবার ব্যাঙ্গালুরু শিবিরে কোভিড পজিটিভ ক্রিকেটার ড্যানিয়েল সামস

আইপিএলে দুইশ ছয়ের মাইলফলক ছুঁতে ধোনির লাগে মাত্র ১৪টি ছয়। চেন্নাই সুপার কিংসের হয়ে এরইধ্যে ১৮৬টি ছয়ের মালিক তিনি।

ব্যাট হাতে তো অনেক রেকর্ডের মালিক হয়েছেন। উইকেট রক্ষক ধোনিও রেকর্ডের দৌড়ে পিছিয়ে নেই। আইপিএলে প্রথম উইকেটরক্ষক হিসেবে ১৫০টি শিকারের অপেক্ষায় রয়েছেন মহেন্দ্র সিং।Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here