Latest: আইপিএল এ নতুন দায়িত্ব ধোনির কাঁধে

Latest: আইপিএল এ নতুন দায়িত্ব ধোনির কাঁধে

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নতুন আসরে মাঠে নামছেন মহেন্দ্র সিং ধোনি। গেল বছর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও আইপিএল ঠিকই চালিয়ে নিচ্ছেন ভারতের সাবেক অধিনায়ক। এবারও চেন্নাই সুপার কিংসের জার্সিতেই মাঠ মাতাতে দেখা যাবে তাকে। শনিবার রাত আটটায় তাদের প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস।

তবে তার আগে সুখবর হচ্ছে ধোনির মুকুটে জুড়তে চলেছে নতুন পালক। ঝাড়খণ্ডের কৃষি বিভাগের ব্র্যান্ড আম্বাসেডর হতে চলেছেন ক্যাপ্টেন কুল খ্যাত এই তারকা। রাজ্যটির কৃষি দপ্তর তাকে কেন্দ্র করে এগোতে চাইছে। এমনটাই সংবাদ প্রকাশ করছে দেশটির গণমাধ্যমগুলো।

কৃষক হিসেবে নতুন ইনিংস শুরু করতে দেখা গেছে ধোনিকে। রাঁচির অদূরে নিজের ফার্ম হাউসে জৈব পদ্ধতিতে সবজি চাষ করছেন তিনি। অন্যদিকে পোল্ট্রি ব্যবসায়ও নেমেছেন।

আরও পড়ুন : শেষবার আইপিএল খেলছেন যারা

কয়েকদিন আগে ঝাড়খণ্ডের কৃষিমন্ত্রী বাদল পত্রলেখ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে করেছিলেন। সাংবাদিকদের জানিয়েছেন, ধোনিকে ব্র্যান্ড আম্বাসেডর করতে আগ্রহী তারা।

মন্ত্রী বলেন, ঝাড়খণ্ডে বেড়ে ওঠায় ধোনির উপর আমাদের অধিকার রয়েছে। তিনি রাজ্যকে নিয়ে বেশ ভালোই জানেন। তাই তাকে আমাদের কৃষিজাত পণ্যের ব্র্যান্ড আম্বাসেডর করতে চলেছি।Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here