Latest: অস্ত্রোপচারের জন্য ৩ মাস মাঠের বাইরে Ben Stokes

Latest: অস্ত্রোপচারের জন্য ৩ মাস মাঠের বাইরে Ben Stokes

বেন স্টোকসের চোট গুরুতর। অস্ত্রোপচারের জন্য শনিবার ভারত ছেড়ে দেশের পথে উড়ে যাবেন রাজস্থান রয়্যালসের এই অলরাউন্ডার। পঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলার সময় বাঁহাতের কনিষ্ঠ আঙুলে চোট পান ইংল্যান্ডের এই ক্রিকেটার। সোমবার তার অস্ত্রোপচার হওয়ার কথা।

রাজস্থান রয়্যালস জানিয়েছিল আইপিএলে আর খেলার সম্ভাবনা না থাকলেও রয়ালসদের সমর্থন দিতে থেকে যাবেন স্টোকস। তবে ইসিবি জানিয়েছে আগামীকাল বাড়ির উদ্দেশ্যে রওয়ানা করবেন স্টোকস।

আরও পড়ুন : গ্যালারিতে হঠাৎ উত্তেজিত রোহিতের স্ত্রী, কারণ জানাল মুম্বাই ইন্ডিয়ানস

চোটের কারণে জফ্রা আর্চারকে এখনও দলে পায়নি রাজস্থান। স্টোকসও ছিটকে গেলেন চোটের জন্য। তবে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ক্রিস মরিস যে ভাবে নিজেকে মেলে ধরেছেন তাতে সঞ্জু স্যামসনের দলে বড় ভরসা এখন তিনিই।

 Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here