Latest: ২০০তম ম্যাচ স্মরণীয় করলেন captaim cool

Latest: ২০০তম ম্যাচ স্মরণীয় করলেন captaim cool

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মহেন্দ্র সিং ধোনির মাইলফলকের ম্যাচে জয় পেয়েছে চেন্নাই সুপার কিংস। পাঞ্জাব কিংসকে ৬ উইকেটে হারিয়েছে দলটি।

শুক্রবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিজের ২০০ তম আইপিএল ম্যাচে টস জিতে ফিল্ডিং নেন ধোনি। দীপক চাহারের বিধ্বংসী বোলিংয়ে দাড়াতেই পারেনি পাঞ্জাবের টপ অর্ডার।

আরও পড়ুন : শিশুদের বাঁচাতে মেসির রেকর্ড গড়া বুট নিলামে

ছয়ে ব্যাট করতে নেমে দলের পক্ষে ৪৭ রান করেন পাঞ্জাবের শাহরুখ খান। ৩৬ বলে তার ইনিংসে ছিল চারটি চার ও দুটি ছয়। বাকিরা কেউ বলার মতো রান পাননি। শেষ পর্যন্ত ৮ উইকেটে ১০৬ রান করতে সক্ষম হয় কেএল রাহুলের দল।

চার ওভারে ১টি মেডেনসহ ১৩ রানে চার উইকেট নেন চাহার। স্যাম কারান, মঈন আলি ও ডোয়েইন ব্র্যাভো একটি করে উইকেট পান।

১০৭ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ৪ উইকেট হারিয়ে ১৫.৪ ওভারেই জয়ের তুলে নেয় সুপার কিংস। ওপেন করতে নেমে ৩৩ বলে ৩৬ করে অপরাজিত থাকেন ফাফ ডু প্লেসি। চার বলে পাঁচ রান করে অপরাজিত থাকেন স্যাম কারান।

ওপেনার ঋতুরাজ গায়কোয়াড়ে ১৬ বলে ৫ রান করেন। ৩১ বলে ৪৬ রানের ইনিংস খেলে বিদায় নেন মঈন আলি। ৯ বল খেলে ৮ রান করেন সুরেশ রায়না। এক বল খেলে রানের খানা না খুলে ফেরত যান আম্বতি রায়ডু।

মোহাম্মদ শামি দুটি উইকেট নেন। একটি করে উইকেট আদায় করেন আর্শদ্বীপ সিং ও মুরগান অশ্বিন।Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here