Latest: ১ পয়েন্ট পেয়েও খুশি জিদান

Latest: ১ পয়েন্ট পেয়েও খুশি জিদান

স্প্যানিশ লা লিগায় রোববার রাতে গেটাফের সঙ্গে গোলশূন্য ড্র করেছে রিয়াল মাদ্রিদ। ইনজুরি, নিষেধাজ্ঞা ও করোনার কারণে মূল দলের ৯ জন খেলোয়াড়কে ছাড়াই গেটাফের বিপক্ষে খেলতে হয়েছিল তাদের। একাদশ সাজাতে হিমশিম খেতে হয়েছে জিনেদিন জিদানকে।

সে কারণে ১ পয়েন্ট পেয়েও খুশি তিনি। জানিয়েছেন দলের অবস্থা যেমনই হোক না কেন মৌসুমের শেষ দিন পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন।

আরও পড়ুন : হৃদরোগে হাসপাতালে ভর্তি মুরালিধরন

ম্যাচ শেষে জিদান বলেছেন, ‘যা হওয়ার হয়ে গেছে। খেলোয়াড়দের আমার অভিনন্দন জানানো উচিত। আশা করছি এই অবস্থা থেকে শিগগিরই আমরা ঘুরে দাঁড়াবো। আমাদের কোনো সীমাবদ্ধতা নেই। মৌসুমের শেষ দিন পর্যন্ত আমরা লড়াই চালিয়ে যাবো।’

গেটাফের সঙ্গে ড্র করায় অ্যাটলেটিকো মাদ্রিদের চেয়ে ৩ পয়েন্টে পিছিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে রিয়াল। ৩১ ম্যাচ থেকে অ্যাটলেটিকোর সংগ্রহ ৭০ পয়েন্ট। সমান ম্যাচ থেকে রিয়ালের সংগ্রহ ৬৭। আর বার্সেলোনার ৬৫।

এখন দেখার বিষয় ইনজুরি ও অবসাদ কাটিয়ে শেষ পর্যন্ত কোন অবস্থানে থেকে মৌসুম শেষ করতে পারে রিয়াল।Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here