Latest: বিয়ের পর প্রথম স’হবাসে মেয়েরা কেন কাঁদে!

Latest: বিয়ের পর প্রথম স’হবাসে মেয়েরা কেন কাঁদে!


বেশ কিছু দিন আগে ‘ইন্টারন্যাশনাল জার্নাল অব মিলন হেলথ’-নামে একটি প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বিশ্বের এক-তৃতীয়াংশ নারী বিয়ের পর প্রথম তৃ’প্তিদায়ক সহবাসের পরেও অবসাদে ও কান্না করে ।

তারা কাঁন্নার পেছনে বেশ সময় ব্যয় করে এমনকি প্রথম সহবাসের আগে অনেক নারী আবেগাপ্লুত হয়ে পড়েন। ২৮ বছর বয়সী ছদ্দ নাম (জেনিফার) নামের এক নারী জানান যে, তার বিয়ের পর তার স্বামী তাকে প্রথম জড়িয়ে ধরার পরই তিনি কেঁদে ফেলেছিল। অনেক সময় এ অবস্থা কয়েক ঘণ্টা ধরে স্থায়ী হতে পারে।

অনেক সময় সহবাসের পর রাতে ঘুমিয়ে সকালে ওঠার পরও মনে হয়, মনটা খারাপ হয়ে আছে। ২৫ বছর বয়সী জেনিফার বলেন, সহবাসের পর প্রায়ই আমি কাঁদি। আমার কাছে মনে হয়, হয়তো এ অবস্থা কাটিয়ে ওঠার জন্যে শরীরে অনেক বেশি হরমোন প্রয়োজন।

ভারতের হরমোন বিশেষজ্ঞ ডা. মেহতা জানান, সহবাসের পর দুঃখবোধ হওয়া বা বি’ষণ্ন হয়ে পড়ার বিষয়টি অনেকগুলো কারণের ওপর নির্ভর করতে পারে। নানা ধরনের আবেগ নানাভাবে প্রভাবশালী হয়ে ওঠে।

Follow and like us:
0
20

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here