Latest: চলন্ত ট্রেনের নিচে পড়েও অলৌকিক ভাবে বেঁচে গেলো ভেড়া শাবক (ভিডিও)

Latest: চলন্ত ট্রেনের নিচে পড়েও অলৌকিক ভাবে বেঁচে গেলো ভেড়া শাবক (ভিডিও)


নাটোর স্টেশনে ট্রেনের নিচে পড়েও জীবন্ত বেরিয়ে এলো একটি ভেড়া শাবক। আজ বুধবার দুপুর প্রায় সোয়া ১২টার দিকে নাটোর স্টেশনে এ ঘটনা ঘটে।

নাটোর স্টেশনের মাস্টার অশোক চক্রবর্তী জানান, দুপুরের দিকে খুলনা থেকে চিলাহাটীগামী আন্তনগর রূপসা এক্সপ্রেস ট্রেনটি প্রবেশ করে নাটোর স্টেশনে।

এ সময় ট্রেন লাইনের ওপর আপন মনে খাস খাচ্ছিল একটি ভেড়া শাবক। স্টেশনে ঢোকার সময় একাধিকবার হর্ন দেন চালক। কিন্তু অবুঝ শাবকটি টের পায়নি।

ট্রেনটি যখন কাছে চলে আসে তখন বুঝতে পারে বড় বিপদে পড়েছে সে। চলন্ত ট্রেনের সামনে প্রাণপণ ছুটতে থাকে। ছুটতে ছুটতে একপর্যায়ে চলে যায় ট্রেনের নিচে। এ সময় প্লাটফর্মে ছোটাছুটি করতে থাকে শাবকটির মা।

স্টেশন মাস্টার আরো জানান, স্টেশনে ট্রেন থামার পর স্থানীয় এক ব্যক্তি দৌড়ে গিয়ে ট্রেনের নিচ থেকে জীবন্ত অবস্থায় বের করে আনেন ভেড়া শাবকটিকে। তবে প্রাণে বেঁচে গেলেও পেছনের বাম পায়ে আঘাত পায় শাবকটি।

পাশের বস্তি থেকে ছাগল-ভেড়া লাইনের ওপর চলে আসে। কিন্ত এ ধরনের ঘটনা এর আগে কখনো ঘটেনি বলে জানান স্টেশন মাস্টার অশোক চক্রবর্তী।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন…

Follow and like us:
0
20

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here