Latest: এসটি তালিকা ভুক্তি সহ ২৬ দফা দাবিতে ঝাড়গ্রাম ডিএম অফিসে কুড়মিদের অবস্থান বিক্ষোভ

Latest: এসটি তালিকা ভুক্তি সহ ২৬ দফা দাবিতে ঝাড়গ্রাম ডিএম অফিসে কুড়মিদের অবস্থান বিক্ষোভ

ঝাড়গ্রাম: সোমবার থেকে ঝাড়গ্রাম জেলাশাসকের কার্যালয়ের সামনে অনির্দিষ্টকালীন অবস্থান-বিক্ষোভ শুরু করল কুড়মি সমন্বয় মঞ্চ।

কুড়মিদের এসটি তালিকায় অন্তর্ভুক্তি, কুড়মালি ভাষার সাংবিধানিক স্বীকৃতি, সারনা ধর্মের কোড চালু সহ ২৬ দফা দাবিতে ধর্নায় বসছে একাধিক কুড়মি সামাজিক সংগঠনের সমন্বয়ে গঠিত ওই মঞ্চ। ঝাড়গ্রাম জেলাশাসকের দফতরের সামনে রাস্তার ধারে বড়সড় ধর্না মঞ্চ করে সেখানে অবস্থান বিক্ষোভ চলছে।

আরও পড়ুন : সর্ডিহায় স্টিল এক্সপ্রেসের স্টপেজ প্রত্যাহার, প্রতিবাদে রেল অবরোধ এলাকাবাসীর

রাস্তা জুড়ে টাঙানো সামিয়ানার তলায় এদিন অবস্থানে বসেন কয়েক হাজার কুড়মি সম্প্রদায়ের মানুষ। সমন্বয় মঞ্চের নেতারা জানালেন, রাজ্যের তরফে ইতিবাচক প্রতিশ্রুতি না পাওয়া গেলে তাঁদের অবস্থান লাগাতার চলবে। এদিন জেলাশাসক আয়েষা রাণীর কাছে দাবি সনদ জমা দেন মঞ্চের নেতারা।

কুড়মি সমন্বয় মঞ্চের যুগ্ম আহ্বায়ক মনোরঞ্জন মাহাতো ও সুশীল মাহাতো জানালেন, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়া এই চার জেলা থেকে কুড়মিরা কর্মসূচি সফল করতে হাজির হয়েছেন। ঝাড়খণ্ড ও ওড়িশা রাজ্যের কুড়মি সামাজিক সংগঠনের নেতারাও কর্মসূচিকে সমর্থন জানিয়ে সোমবার ধর্নামঞ্চে হাজির ছিলেন।Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here