Latest: পুলিশ ক্রীড়ায় দৌড়ে প্রথম সাংবাদিক রঞ্জন পাল

Latest: পুলিশ ক্রীড়ায় দৌড়ে প্রথম সাংবাদিক রঞ্জন পাল

একসময় সাংবাদিকদের হাতিয়ার ছিল কলম। এখন তথ্য প্রযুক্তির যুগে অবশ্য সংবাদপত্রের (প্রিন্ট মিডিয়া) বেশির ভাগ সাংবাদিক কলম ছেড়ে কম্পিউটার অথবা ল্যাপটপে লেখেন।

তবে মগজ ও হাতের পাশাপাশি সাংবাদিকদের পা-ও যে রীতিমতো সচল সেটা প্রমাণ করলেন বছর বত্রিশের রঞ্জন পাল। বুধবার ঝাড়গ্রাম জেলা পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় সাংবাদিকদের ১০০ মিটার দৌড়ের একটি ইভেন্ট ছিল। ওই দৌড়ে প্রথম হলেন বর্তমান পত্রিকার ঝাড়গ্রাম জেলার সাংবাদিক রঞ্জন।

আরও পড়ুন : মোদীর অনুষ্ঠানে উপস্থিত থাকছেন না দেব, টুইটে উত্তর দিলেন সৌমিত্র খাঁকে

দ্বিতীয় হলেন বাংলা ভারত-এর সৌরজিৎ ভট্টাচার্য, তৃতীয় হলেন এক্সপ্রেস নিউজ-এর ইন্দ্রজিৎ মণ্ডল। এদিন ঝাড়গ্রাম স্টেডিয়ামের মাঠে ক্রীড়া প্রতিযোগিতায় মোট ৯ জন সাংবাদিক ও সংবাদ কর্মী দৌড় প্রতিযোগিতায় যোগ দেন। তাঁরা হলেন নিউজ ১৮ বাংলার রাজু সিং, নিউজ টাইম-এর রবীন্দ্রনাথ মাইতি, বর্তমানের সমীর মাহাতো, ওঙ্কার নিউজ-এর শিবু দণ্ডপাট, এই সময়-এর অরূপকুমার পাল এবং দ‍্য ওয়াল-এর বুদ্ধদেব বেরা।

বৃহস্পতিবার পুলিশের ক্রীড়া প্রতিযোগিতা শেষ হবে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আসার কথা রাজ্য পুলিশের এডিজি সঞ্জয় সিংয়ের।

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here