Latest: নবান্ন অভিযানে পুলিশের লাঠিচার্জে যুব নেতা মইদুল ইসলামের মৃত্যুর প্রতিবাদে ধিক্কার মিছিল

Latest: নবান্ন অভিযানে পুলিশের লাঠিচার্জে যুব নেতা মইদুল ইসলামের মৃত্যুর প্রতিবাদে ধিক্কার মিছিল

নবান্ন অভিযানে পুলিশের লাঠিচার্জে যুব নেতা মইদুল ইসলামের মৃত্যুর প্রতিবাদে ধিক্কার মিছিল করলো বাঁকুড়া জেলার কোতুলপুর সিপিআইএম ও বড়জোড়া সিপিআইএম। কোতুল পুরে এই মিছিল বের হয় সন্ধ্যা ৬টা নাগাদ।

এই মিছিল বের হয় কোতুলপুর নেতাজী মোড় থেকে ও গোটা কোতুলপুর বাজার ঘুরে পার্টি অফিসএর সামনে পথ সভা হয়। এই মিছিল এর নেতৃত্ব দেন সিপিআইএম নেতা তাপস চক্রবর্তী ও অন্যান্য নেতৃত্ব।

আরও পড়ুন : মা কিচেন : মাত্র ৫ টাকাতেই মিলল গরম ভাত-ডাল-সবজি-ডিমের ঝোল

অন্যদিকে বাঁকুড়া জেলার বড় জোড়া তে ও ধিক্কার মিছিল ও পথসভাঅনুষ্ঠিত হয়। এই মিছিল সিপিআইএম অফিস থেকে বের হয় ও বড় জোড়া বাজারে পথসভা অনুষ্ঠিত হয়।

এই মিছিল এর নেতৃত্ব দেন সিপিআইএম নেতা সুজয় চৌধুরীসহ অন্যান্য যুব নেতা ও ছাত্রনেতা। সব জায়গায় তে মিছিল এর স্লোগান ছিল পুলিশ এর বিরুদ্ধে ও দোষী পুলিশ দের শাস্তির দাবী। এমনকি তারা এই মিছিল থেকে পুলিশ মন্ত্রীর পদত্যাগও দাবী করেন।এমনকি এর বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনেরও ডাক দেন।

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here