Latest: ভোট ঘোষনা হতেই দেওয়াল লিখন শুরু করে দিল গ্রামীণ হাওড়া বিজেপি নেতৃত্ব

Latest: ভোট ঘোষনা হতেই দেওয়াল লিখন শুরু করে দিল গ্রামীণ হাওড়া বিজেপি নেতৃত্ব

নিজস্ব সংবাদদাতা,উলুবেড়িয়াঃ গতকালই বিকেলে বিজ্ঞান ভবনে সাংবাদিক সম্মেলন করে ঘোষনা হয়েছে এরাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট। আর এই ভোট ঘোষনা হওয়ার কয়েকঘন্টার মধ্যেই ভোটের প্রস্তুতিতে দেওয়াল দখলের সর্মথনে লেখা শুরু করে দিল গ্রামীণ হাওড়া জেলা সাংগঠনিক বিজেপি নেতৃত্ব।

আরও পড়ুন : মিঠুন-শ্রীদেবী-বনির প্রেম-বিয়ের যত গোপন তথ্য

শনিবার উলুবেড়িয়া পূর্ব বিধানসভা এক নম্বর মন্ডল বিজেপি নেতৃত্ব ও কর্মী সর্মথকরা ঐ বিধানসভা এলাকার নতীবপুর,ফুলেশ্বর,বানীবন সহ একাধিক এলাকায় শতাধিক দেওয়াল লিখন শুরু করল। প্রার্থী ঘোষনা না হওয়ায় দেওয়াল দখল শুরু করে দিল বিজেপি নেতৃত্ব।Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here