Latest: West Bengal Assembly Election 2021 : উত্তরবঙ্গে তৃণমূলের ‘স্টার ক্যাম্পেনার’ সাঁওতালি মহানায়িকা বিরবাহা হাঁসদা
ঝাড়গ্রাম: জঙ্গলমহলের সাঁওতালি মহানায়িকাকে দেখতে উত্তরবঙ্গে তৃণমূলের সভায় ও রোড শোতে উপচে পড়ল ভিড়! ২৭ মার্চ ঝাড়গ্রাম জেলায় ভোট পর্ব মিটেছে।
ঝাড়গ্রাম বিধানসভার তৃণমূল প্রার্থী বিরবাহা হাঁসদা (Birbaha Hansda) এবার তৃণমূলের ‘স্টার ক্যাম্পেনার’ হয়ে উত্তরবঙ্গের আদিবাসী অধ্যুষিত এলাকাগুলিতে প্রচার করলেন। বিরবাহা জানালেন, মঙ্গলবার সকালে বিমানে বাগডোগরা এয়ারপোর্টে নেমে সেখান থেকে গাড়িতে জেলার কুমারগ্রাম বিধানসভার তৃণমূল প্রার্থী লিয়স কুজুরের সমর্থনে তিনটি সভা করেছেন।
আরও পড়ুন : হেলিপ্যাড ব্যবহারের অনুমতি না মেলায়, সভা বাতিল হল মিম প্রধান ওয়াইসির
আজ বুধবার মাদারিহাট বিধানসভার বীরপাড়ায় তৃণমূল প্রার্থী রাজেশ লাকরার সমর্থনে রোড শো করেন। বিকেলে আলিপুরদুয়ার বিধানসভার মথুরা চা বাগানে তৃণমূল প্রার্থীর সমর্থনে জনসভায় যোগ দেন বিরবাহা। সাঁওতালি ভাষায় ১৯ টি সিনেমায় অভিনয় করেছেন বিরবাহা। সব ক’টি ছবি সুপারহিট। এর মধ্যে ‘বারডু’ ও ‘ফুলমনি’ ছবি দু’টি জাতীয় ও আন্তর্জাতিক স্তরের চলচ্চিত্র উৎসবেও দেখানো হয়েছে। বিরবাহা টানা এগারো বছর সেরা অভিনেত্রী হিসেবে সাঁওতালি সিনে অ্যাওয়ার্ড পেয়েছেন।