Latest: এবার করোনা আক্রান্ত Adhir Chowdhury, ভার্চুয়ালি সারবেন প্রচার

Latest: এবার করোনা আক্রান্ত Adhir Chowdhury, ভার্চুয়ালি সারবেন প্রচার

করোনা আক্রন্ত প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। টুইটারে সংক্রমণের কথা জানালেন বহরমপুরের লোকসভা সাংসদ। গত ৭ দিনে তাঁর সংস্পর্শে যাঁরা এসেছিলেন, তাঁদের কোভিড বিধি মেনে চলার পরামর্শও দিয়েছেন অধীর।

বুধবার অধীর টুইট করেন, ‘আমার করোনা ধরা পড়েছে। গত ৭ দিনে যাঁরা আমার সংস্পর্শে এসেছেন তাঁদের কোভিড বিধি মেনে চলার অনুরোধ করছি। আমি ভার্চুয়াল মাধ্যমে প্রচার চালিয়ে যাব। প্রত্যেককে অনুরোধ করব তাঁরা যেন নিজেদের জীবন থেকে করোনাকে দূরে সরিয়ে রাখতে সবরকম ব্যবস্থা নেন।’

আরও পড়ুন : লেডি হিটলারের হাত থেকে বেরোতে হবে : Suvendu Adhikari

বুধবারই করোনা আক্রান্ত হয়েছেন বড়ঞা বিধানসভা কেন্দ্রের কংগ্রেস সমর্থিত সংযুক্ত মোর্চার প্রার্থী শিলাদিত্য হালদার। সেই খবর পেয়ে নিভৃতাবাসে গিয়েছিলেন অধীরও। পরে টুইট করে নিজেই জানান তাঁর আক্রান্ত হওয়ার কথা। এর আগে বুধবার সকালেই করোনা আক্রান্ত হন সিপিএম নেতা সুজন চক্রবর্তীও।

নির্বাচনী প্রচারে গত প্রায় এক মাস ধরেই পশ্চিমবঙ্গের জেলায় জেলায় ঘুরে জনসভা ও জনসংযোগ করছিলেন অধীর। তবে অধীর জানিয়েছেন করোনা সংক্রমিত হলেও প্রচার বন্ধ হবে না। বিভিন্ন ভার্চুয়াল প্ল্যাটফর্মে কংগ্রেস এবং সংযুক্ত মোর্চা সমর্থিত প্রার্থীদের সমর্থনে তিনি প্রচার চালাবেন বলে জানিয়েছেন টুইটে।

অধীরের নিজের জেলাতেও করোনা পরিস্থিতির ক্রমশ অবনতি হচ্ছে। দিন ক’য়েক আগেই মুর্শিদাবাদের জঙ্গিপুর মহকুমার দুই বিধানসভা কেন্দ্র সামশেরগঞ্জ এবং জঙ্গিপুরের দুই বিধানসভা প্রার্থীর করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। বহরমপুরেও করোনা সংক্রমণ ক্রমশ বাড়ছে বলে জেলা স্বাস্থ্য দফতরসূত্রে খবর। এরই মধ্যে কংগ্রেস নেতার অসুস্থতার খবরে উদ্বেগ বেড়েছে। অধীরও টুইটারে অনুরোধ করেছেন, করোনা সংক্রমণ ঠেকাতে প্রত্যেককে সবরকম সতর্কতা অবলম্বন করতে।

সূত্র : আনন্দবাজার

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here