Latest: ভারতীয় সংস্থার হাত ধরে ২০০ কোটি ভ্যাক্সিনের ডোজ তৈরি করবে মার্কিন ফার্ম – Kolkata24x7

Latest: ভারতীয় সংস্থার হাত ধরে ২০০ কোটি ভ্যাক্সিনের ডোজ তৈরি করবে মার্কিন ফার্ম – Kolkata24x7

ওয়াশিংটন: ভ্যাক্সিন শুধু তৈরি হওয়াটাই শেষ কথা নয়। বহু মানুষকে একসঙ্গে ভ্যাক্সিন দিতে উৎপাদন করতে হবে প্রচুর পরিমাণ ডোজ। আর এবার সেই উৎপাদনের জন্যই ভারতীয় সংস্থার সঙ্গে চুক্তি করল মার্কিন ফার্ম।

অগস্ট মাসেই মার্কিন সংস্থা Novavax -এর সঙ্গে চুক্তি হয়েছে ভারতের সেরাম ইনস্টিটিউটের। এই ভারতয় সংস্থাই বিশ্বের সবথেকে বড় ভ্যাক্সিন উৎপাদনকারী সংস্থা। চুক্তি অনুযায়ী এই সংস্থা ১০০ কোটি ডোজ ভ্যাক্সিন তৈরি করবে। সেগুলি ভারত এবং স্বল্প আয়ের দেশগুলিকে দেওয়া হবে।

পাশাপাশি, এই চুক্তি অনুযায়ী, সিরাম ইনস্টিটিউট তেরি করবে ভ্যাক্সিনের অ্যান্টিজেন কম্পোনেন্ট NVX-CoV2373। আর তাতে ২০২১-এর মাঝামাঝি সময়ের মধ্যে ২০০ বিলিয়ন ডোজ ভ্যাক্সিন তৈরি করা সম্ভব হবে বলে জানিয়েছেন তিনি।

মার্কিন সংস্থার এই ভ্যাক্সিনন আপাতত মিড-স্টেজ ট্রায়ালে রয়েছে। প্রাথমিকভাবে এতে উচ্চমানের অ্যান্টিবডি তৈরি হতে দেখা গিয়েছে, যা নোভেল করোনা ভাইরাসকে প্রতিহত করেছে। বছরের শেষেই চূড়ান্ত পর্যায়ের পরীক্ষা চালাবে এই সংস্থা।

গত মাসে মার্কিন সংস্থা জানায় যে তারা ২০২১-এর প্রথম দিকেই তারা ৬০ মিলিয়ন ডোজ ভ্যাক্সিন সাপ্লাই দেবে ইউকে-তে।

পপ্রশ্ন অনেক: নবম পর্ব

Tree-bute: আমফানের তাণ্ডবের পর কলকাতা শহরে শতাধিক গাছ বাঁচাল যারা

Source link

Follow and like us:
0
20

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here