Latest: করোনা আক্রান্ত বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী শাহরিয়র আলম

Latest: করোনা আক্রান্ত বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী শাহরিয়র আলম

ঢাকা, ১৪ নভেম্বর (হি. স.) :  প্রাণঘাতী করোনাভাইরাসে এবার আক্রান্ত বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী শাহরিয়র আলম। গত বৃহস্পতিবার তাঁর করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। করোনায় আক্রান্ত হলেও আপাতত বাড়িতেই সেলফ আইসোলেশনে রয়েছেন তিনি। মারণ ভাইরাসে আক্রান্ত হলেও শারীরীক অবস্থা নিয়ে উদ্বেগের কিছু নেই বলে জানিয়েছেন বিদেশ প্রতিমন্ত্রীর ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত আওয়ামি লিগের সংসদ সংদস্য আয়েন উদ্দিন।

রাজশাহী-৬ আসনের (বাঘা-চারঘাট) সংসদ সদস্য তথা বিদেশ মন্ত্রী শাহরিয়র আলমের করোনায় আক্রান্তের খবরে অনুরাগী ও আওয়ামি লিগের কর্মী-সমর্থকদের মধ্যে উদ্বেগ বেড়েছে। তাঁর সুস্থতা চেয়ে ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় বিশেষ প্রার্থনা সভারও আয়োজন করা হয়েছে। সংসদ সদস্যের আরোগ্য কামনায় বিশেষ পুজো-অর্চনাও করছেন স্থানীয় হিন্দুবাসিন্দারা। অন্যদিকে, গত ২৪ ঘন্টায় গোটা দেশে করোনায়  আক্রান্ত হয়ে ১৪ জন মারা গিয়েছেন। করোনায় এখনও পর্যন্ত বলি হলেন ৬ হাজার ১৭৩ জন। নতুন করে সংক্রমিত হয়েছেন, আরও এক হাজার ৫৩১ জন। ফলে দেশে মোট শনাক্ত রুগীর সংখ্যা দাঁড়াল ৪ লাখ ৩০ হাজার ৪৯৬ জনে। প্রাণঘাতী ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়েছেন এক হাজার ৪৬২ জন। এ নিয়ে দেশে এখনও পর্যন্ত সুস্থ হলেন ৩ লাখ ৪৭ হাজার ৮৪৯ জন।

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here